ঢাকা | বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী’র আমির হিসেবে পুনর্নির্বাচিত ডা. শফিকুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
জামায়াতে ইসলামী’র আমির হিসেবে পুনর্নির্বাচিত ডা. শফিকুর রহমান ছবির ক্যাপশন: পুনর্নির্বাচিত ডা. শফিকুর রহমান
ad728

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২০২৮ কার্যকালের জন্য পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

রোববার (২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে জামায়াতে ইসলামী’র রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফলে সর্বাধিক ভোট পেয়ে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য পুনরায় ‘আমির’ নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।


নিউজটি পোস্ট করেছেন : বুড়িগঙ্গা.নিউজ

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা