ঢাকা | বঙ্গাব্দ

তাহাজ্জুদ নামাজ আদায় অবস্থায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
তাহাজ্জুদ নামাজ আদায় অবস্থায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন: তাহাজ্জুদ নামাজ আদায় অবস্থায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ad728
নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার একটি মাদরাসায় তাহাজ্জুদের নামাজ পড়ার সময় আকরাম হোসেন (১২) নামে এক হেফজখানার ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়—নামাজরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে আকরাম ঢলে পড়ে অন্য এক সহপাঠীর কোলে। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়। এ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন জানান, আকরাম নিয়মিত পড়াশোনার পাশাপাশি তাহাজ্জুদের নামাজেও অংশ নিত। সে ১৬ পারা কোরআন হেফজ সম্পন্ন করেছিল। তার আকস্মিক মৃত্যুতে পুরো মাদরাসায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটখিল থানার তদন্ত কর্মকর্তা মো. আব্দুস সুলতান বলেন, ঘটনাটির ভিডিও তারাও দেখেছেন। তবে পরিবার কোনও অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই সকালেই জানাজা শেষে আকরামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : বুড়িগঙ্গা.নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরী

মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরী