নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ শোকবার্তা জানান।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, শহিদ ওসমান হাদির সন্তান ও স্ত্রীর দায়িত্ব সরকার গ্রহণ করবে। তিনি জানান, এই শোকাবহ ঘটনার স্মরণে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও বৈষম্যবিরোধী সংগ্রামে ওসমান হাদির ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
বুড়িগঙ্গা.নিউজ