আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীরত্ব ও আত্মত্যাগের গৌরবময় স্মৃতিতে উদ্ভাসিত এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়ে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।
৩০ লাখ শহিদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয়ের স্মরণে আজ দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। দিবসের সূচনা হয় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে।
বিজয় দিবস উপলক্ষে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদ বেদিতে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি বিদেশি কূটনীতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহিদদের স্মরণ করেন।
দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়কগুলো সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকায়।
মহান বিজয় দিবস উদ্যাপনের অংশ হিসেবে আজ তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ফ্লাই-পাস্ট এবং বিশেষ ব্যান্ড শো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শনের মাধ্যমে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বেন।
এ ছাড়া দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বিজয় মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।
বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের গান পরিবেশন করা হবে এবং নতুন প্রজন্মের শিল্পীরা দেশের ৬৪ জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানাবেন। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে দেশের শান্তি, অগ্রগতি এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে।
বুড়িগঙ্গা.নিউজ