কেরানীগঞ্জ প্রতিনিধি | রিফাত আলম
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল বৃষ্টির মধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের নিচে চলে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন দুটি জব্দ করে।
বুড়িগঙ্গা.নিউজ