ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধ: ইনু-হানিফসহ চার আওয়ামী লীগ নেতার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধ: ইনু-হানিফসহ চার আওয়ামী লীগ নেতার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি ছবির ক্যাপশন: হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফ। ছবি: সংগৃহীত
ad728
স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ায় ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই পৃথক মামলায় চারজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালত একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।

মামলার আসামিদের মধ্যে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বর্তমানে কারাগারে রয়েছেন। অন্য তিনজন—আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ বাকি তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, কুষ্টিয়া অঞ্চলে মুক্তিযুদ্ধকালীন সময়ের হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের ঘটনায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। তদন্ত সম্পন্ন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তর সম্প্রতি অভিযোগপত্র জমা দেয়।

নিউজটি পোস্ট করেছেন : বুড়িগঙ্গা.নিউজ

কমেন্ট বক্স
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য