ঢাকা | বঙ্গাব্দ

জুতার ফিতা দিয়ে অর্ধ ঝুলন্ত কিশোরের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
জুতার ফিতা দিয়ে অর্ধ ঝুলন্ত কিশোরের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে মিল্টন (১৭) নামের এক কিশোরের গলায় ফাঁস লাগানো অর্ধ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত মিল্টন কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের সিরাজনগর এলাকার মাজহারুল ইসলামের ছেলে। সে জুতার কারখানায় মাত্র তিন দিন ধরে কাজে যোগ দিয়েছিল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) দুপুরে সিরাজনগর নিশানবাড়ী এলাকায় রাস্তার পাশের একটি পরিত্যক্ত রেস্টুরেন্টের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসীর সূত্র জানা গেছে, মরদেহটি রেস্টুরেন্টের গোল ঘরের টিনের চালের আড়ার সাথে একটি জুতার ফিতা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাধা ছিল এবং পা গোল ঘরের পাটাতনের মধ্যে ছিল। ধারণা করা হচ্ছে, হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে।

নিউজটি পোস্ট করেছেন : বুড়িগঙ্গা.নিউজ

কমেন্ট বক্স
চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল, এক ঘণ্টা বাড়ছে ভোটগ্রহণের সম

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল, এক ঘণ্টা বাড়ছে ভোটগ্রহণের সম