
নিজস্ব
প্রতিবেদক: এক
দফায়
কমানোর
পর
দেশের
বাজারে
আবারও
স্বর্ণের দাম
বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক
লাফে
১
হাজার
৬৮০
টাকা
বাড়িয়ে
২২
ক্যারেট স্বর্ণের নতুন
দাম
নির্ধারণ করা
হয়েছে
২
লাখ
১
হাজার
৭৭৬
টাকা।
শনিবার
(১
নভেম্বর) রাতে
বাজুসের এক
বিজ্ঞপ্তিতে দাম
বাড়ানোর বিষয়টি
জানানো
হয়।
নতুন
এই
দর
রোববার (২ নভেম্বর) থেকে সারা
দেশে
কার্যকর হবে।
বাজুস
জানায়,
আন্তর্জাতিক বাজারে
স্বর্ণের দাম
বৃদ্ধি
ও
ডলারের
বিপরীতে টাকার
অবমূল্যায়নের কারণে
অভ্যন্তরীণ বাজারে
এই
মূল্য
সমন্বয়
করা
হয়েছে।
নতুন
দরে
অন্যান্য ক্যারেটের স্বর্ণের দাম
হবে—
এর
আগে
স্বর্ণের দাম
কমানো
হয়েছিল
গত
সপ্তাহে। তবে
আন্তর্জাতিক বাজারে
দাম
বাড়ায়
পুনরায়
স্থানীয় বাজারেও মূল্য
সমন্বয়
করেছে
বাজুস।