
সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ব্রিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাগামী একটি মোটরসাইকেল মুন্সিগঞ্জ খুদিয়াখালি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আটা বোঝাই লাটাহাম্বারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল চালক ও আরোহীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই লাটাহাম্বারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক ইকতার আলীকে (৪০) মৃত ঘোষণা করেন।
নিহত ইকতার আলী কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদাহ চিতলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে। তার মরদেহ বর্তমানে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী শিশু জামিলা খাতুন (১১), যিনি কুষ্টিয়ার পিয়ারী গ্রামের মো. জয়নালের মেয়ে। তিনি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।