নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণ করতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) দুপুরে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে নতুন করে প্রতীক বরাদ্দের আবেদন জমা দেয়।
প্রতিনিধি দলে ছিলেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ ও ‘শাপলা কলি’র মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। আমরা চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। বিএনপি-জামায়াত গণভোট নিয়ে কুতর্ক না করে নির্বাচনমুখী পরিবেশ বজায় রাখুক।”
দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা জানান, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন নতুন কিছু প্রতীক যুক্ত করে একটি গেজেট প্রকাশ করেছে।
“সেই গেজেট অনুযায়ী আমরা আজ আবেদন করেছি। আমাদের তালিকায় প্রথম পছন্দ ‘শাপলা’, দ্বিতীয় ‘সাদা শাপলা’ এবং তৃতীয় ‘শাপলা কলি’। কমিশন যদি ‘শাপলা কলি’ দেয়, তাহলে এনসিপি সেটিই গ্রহণ করবে,” — বলেন তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আবেদন যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দের চূড়ান্ত তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।
বুড়িগঙ্গা.নিউজ