১৪ নভেম্বর শুক্রবার নিজের ফেসবুক পোস্টে শাবনূর অভিযোগ করেন, শুরু থেকেই পরিচালক আরাফাত হোসাইন ও প্রযোজনা প্রতিষ্ঠান এম এস ফিল্মস অপেশাদার আচরণ করেছে। তার ভাষ্যমতে, নিম্নমানের পোস্টার, অসংগঠিত ইউনিট, বিদেশে শুটিং ও সম্পাদনার প্রতিশ্রুতি ভঙ্গ—সব মিলিয়ে পুরো কাজই ছিল বিশৃঙ্খল।
১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া শাবনূর দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পারিবারিক কারণে দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় থাকার পর ২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরে তিনি ‘রঙ্গনা’সহ তিনটি নতুন ছবির ঘোষণা দেন। দেশে ফিরে বাকি শুটিং শেষ করার পরিকল্পনা থাকলেও হঠাৎ করেই অসম্পূর্ণ দৃশ্য অনলাইনে প্রকাশ করা হয় তার অনুমতি ছাড়াই।
শাবনূরের মতে, বড় পর্দার জন্য নির্মিত একটি চলচ্চিত্রের দৃশ্য ইউটিউব কনটেন্টে ব্যবহার করা শিল্পীর প্রতি অসম্মানজনক। তিনি এটিকে শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, সমগ্র বাংলা চলচ্চিত্রশিল্পের জন্য হতাশাজনক বলে উল্লেখ করেন। তার দাবি, শিল্পে পেশাদারিত্বের অভাবই চলচ্চিত্রের মান ও শিল্পীদের সম্মান ক্ষুণ্ন করছে।
বুড়িগঙ্গা.নিউজ