ঢাকা | বঙ্গাব্দ

আমি বড় পর্দায় অভিনয় করি ইউটিউবে নয়: শাবনূর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2025 ইং
আমি বড় পর্দায় অভিনয় করি ইউটিউবে নয়: শাবনূর ছবির ক্যাপশন: জনপ্রিয় চিত্র অভিনেত্রী শাবনূর
ad728
বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নতুন চলচ্চিত্র ‘রঙ্গনা’–র শুটিং শুরু করেন। দীর্ঘ বিরতির পর তার অভিনয়ে ফেরা ভক্তদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছিল। তবে সিনেমাটির শুটিং অসম্পূর্ণ থাকা অবস্থায় এর বিভিন্ন ফুটেজ ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

১৪ নভেম্বর শুক্রবার নিজের ফেসবুক পোস্টে শাবনূর অভিযোগ করেন, শুরু থেকেই পরিচালক আরাফাত হোসাইন ও প্রযোজনা প্রতিষ্ঠান এম এস ফিল্মস অপেশাদার আচরণ করেছে। তার ভাষ্যমতে, নিম্নমানের পোস্টার, অসংগঠিত ইউনিট, বিদেশে শুটিং ও সম্পাদনার প্রতিশ্রুতি ভঙ্গ—সব মিলিয়ে পুরো কাজই ছিল বিশৃঙ্খল।

১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া শাবনূর দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পারিবারিক কারণে দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় থাকার পর ২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরে তিনি ‘রঙ্গনা’সহ তিনটি নতুন ছবির ঘোষণা দেন। দেশে ফিরে বাকি শুটিং শেষ করার পরিকল্পনা থাকলেও হঠাৎ করেই অসম্পূর্ণ দৃশ্য অনলাইনে প্রকাশ করা হয় তার অনুমতি ছাড়াই।

শাবনূরের মতে, বড় পর্দার জন্য নির্মিত একটি চলচ্চিত্রের দৃশ্য ইউটিউব কনটেন্টে ব্যবহার করা শিল্পীর প্রতি অসম্মানজনক। তিনি এটিকে শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, সমগ্র বাংলা চলচ্চিত্রশিল্পের জন্য হতাশাজনক বলে উল্লেখ করেন। তার দাবি, শিল্পে পেশাদারিত্বের অভাবই চলচ্চিত্রের মান ও শিল্পীদের সম্মান ক্ষুণ্ন করছে।


নিউজটি পোস্ট করেছেন : বুড়িগঙ্গা.নিউজ

কমেন্ট বক্স
৩ দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমি

৩ দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমি