আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের তাই পো জেলায় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর ভবনের ভেতরে একাধিক বাসিন্দা আটকে পড়েন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর—বিবিসি।
সরকারি তথ্যে বলা হয়, দগ্ধ তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক, আর একজন শঙ্কামুক্ত। স্থানীয় গণমাধ্যমের দাবি, নিহতদের একজন দমকলকর্মী হতে পারেন। তবে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
পুলিশ জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আটকে পড়া বহু বাসিন্দা জরুরি সেবায় ফোন করে সাহায্য চান। সংস্কার কাজের জন্য ভবনের চারপাশে স্থাপিত বাঁশের মাচা ধরে আগুন দ্রুত ছড়িয়ে যায়।
টেলিভিশনে সরাসরি প্রচারিত ফুটেজে দেখা যায়, ভবন থেকে তীব্র শিখা ও ঘন ধোঁয়া বের হচ্ছে। দমকলকর্মীরা ল্যাডার ট্রাক ব্যবহার করে মাচার উপর পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
তাই পো নিউ টেরিটরিজ অঞ্চলের একটি উপশহর, যা মূল ভূখণ্ড চীনের শেনঝেন সীমান্তের কাছে। হংকংয়ে দীর্ঘদিন ধরেই নির্মাণ ও সংস্কার কাজে বাঁশের মাচা ব্যবহৃত হলেও নিরাপত্তা উদ্বেগের কারণে চলতি বছরের শুরুতে সরকারি প্রকল্পে এ উপকরণ ধীরে ধীরে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
বুড়িগঙ্গা.নিউজ