একই দিনে ফিলিপাইন ও জাপানে প্রায় ৬ মাত্রার তীব্রতায় আলাদা দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানে আবার দুই দফায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ফিলিপাইনে ৫.৯ মাত্রার ভূমিকম্প
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৫ নভেম্বর) দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ সংলগ্ন জলসীমায় রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় স্থানীয়ভাবে অনুভূতি ছিল বেশ শক্তিশালী।
জাপানে দুই দফা ভূকম্পন
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এবং জাপান টাইমসের খবরে বলা হয়, একইদিন জাপানে দুইবার ভূমিকম্প আঘাত হানে।
-
ভোরে দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে ৫.৪ মাত্রার কম্পন অনুভূত হয়।
-
সন্ধ্যা ৬টা ০১ মিনিটে কুমামোটো প্রিফেকচারে ৫.৮ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
এই দ্বিতীয় ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল ৯ কিলোমিটার গভীরে এবং জাপানের ১০-পয়েন্ট ভূমিকম্প তীব্রতা স্কেলে পর্যবেক্ষিত হয় চতুর্থ সর্বোচ্চ স্তরে।
বাসিন্দাদের সতর্কতা জারি
জাপানের আবহাওয়া সংস্থা বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, আগামী এক সপ্তাহ বা তার কাছাকাছি সময়ে একই মাত্রার আরও কম্পন হতে পারে। সে কারণে সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বুড়িগঙ্গা.নিউজ