খেলাধুলা ডেস্ক: চট্টগ্রামে তৃতীয় টি–টোয়েন্টিতে দাপুটে এক পারফরম্যান্স উপহার দিয়ে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হোঁচট খেলেও পরের দুই ম্যাচে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে লিটন দাসের দল ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে।
শুরুটা আয়ারল্যান্ডের ছিল ঝড়ো। পল স্টার্লিং ব্যাট হাতে আগ্রাসী মনোভাব দেখালেও বাংলাদেশের বোলারদের সামনে দীর্ঘসময় টিকতে পারেনি অতিথিরা। সূচনা দুর্দান্ত হলেও মাঝ ও শেষ ওভারে মুস্তাফিজ–রিশাদ–শরিফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রানের চাকা কার্যত থেমে যায়।
শেষ পর্যন্ত ১১৭ রানের নড়বড়ে সংগ্রহেই থামতে হয় আয়ারল্যান্ডকে। মুস্তাফিজ ও রিশাদ নেন তিনটি করে উইকেট, শরিফুল দখল করেন দুইটি।
ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই স্বচ্ছন্দ ছিল বাংলাদেশের ওপেনাররা। তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ৩৮ রানের জুটি দলকে এনে দেয় শক্ত ভিত্তি। মাত্র ১৪ বলে ১৯ রানের ক্যামিও খেলেই ফেরেন সাইফ। নেমেই ব্যর্থ হন লিটন দাস (৭), তবে এতে চাপ তৈরি হয়নি।
চারে নেমে পারভেজ হোসেন ইমন দারুণভাবে সঙ্গ দেন তানজিদকে। দুজনই শুরুতে সতর্ক থাকলেও পরে হাত খুলে খেলা শুরু করেন। গ্যারেথ ডেলানির এক ওভারেই দুই ছক্কা ও এক চারে গতি পান তানজিদ। শেষ পর্যন্ত ক্রেইগ ইয়াংকে ছক্কা মেরে ৩৫ বলে পূর্ণ করেন ক্যারিয়ারসেরা টি–টোয়েন্টি হাফসেঞ্চুরি। অপরাজিত তানজিদের ৫৫ রানের সঙ্গে ইমনের শান্ত ইনিংস—৩৩*, জয় নিশ্চিত করে ১৮ বল হাতে রেখে।
দারুণ বোলিংয়ের পর আত্মবিশ্বাসী ব্যাটিং—সব মিলিয়ে হেসেখেলেই সিরিজ সিল করেছে টাইগাররা। মাঠজুড়ে ছিল বাংলাদেশের দাপটই।
বুড়িগঙ্গা.নিউজ