খেলাধুলা ডেস্ক: আর মাত্র কয়েক মাস বাকি, এরপরই পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর—ফিফা ফুটবল বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। এর মধ্যে ৪২ দল ইতোমধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি কাজ এখন গ্রুপিং নির্ধারণ। আর সেটিই জানা যাবে শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জমকালো ড্র অনুষ্ঠানে।
ড্র কখন, কোথায়?
ফিফার ঘোষণা অনুযায়ী—
-
তারিখ: শুক্রবার, ৫ ডিসেম্বর
-
সময়: বাংলাদেশ সময় রাত ১১টা
-
স্থানে: ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস
এই আয়োজনকে আরও আকর্ষণীয় করতে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের খ্যাতিমান বহু ক্রীড়া ব্যক্তিত্ব।
মোবাইলে যেভাবে দেখবেন ড্র অনুষ্ঠান
ড্র অনুষ্ঠান কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে না। তবে মোবাইল বা কম্পিউটার থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে দুটি প্ল্যাটফর্মে—
-
FIFA+ (ফিফা প্লাস) স্ট্রিমিং প্ল্যাটফর্ম
-
FIFA-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল
ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি সহজে লাইভ দেখতে পারবেন পুরো অনুষ্ঠান।
ড্র অনুষ্ঠানে কারা থাকছেন?
৩২ বছর পর যুক্তরাষ্ট্রে ফিরছে ফুটবলের ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। আয়োজকেরা তাই বিভিন্ন জনপ্রিয় খেলাধুলার তারকাদেরও যুক্ত করেছেন এই অনুষ্ঠানে। অংশ নেবেন—
-
এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি
-
এনবিএ সুপারস্টার শাকিল ও’নিল
-
আইস হকি গ্রেট ওয়েইন গ্রেটজকি
-
বেসবল তারকা অ্যারন জজ
পারফরম্যান্স, আলোকসজ্জা ও আতশবাজির ঝলকে সাজানো এ অনুষ্ঠান বিশ্বজুড়ে কোটি ভক্তকে আনন্দ দেবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়ছে
৪৮ দলের বিস্তৃত ও রোমাঞ্চকর এই আসরের ড্র অনুষ্ঠানই বিশ্বকাপের প্রস্তুতিকে নতুন মাত্রা দেবে। কোন দল কোন গ্রুপে পড়ছে—এ নিয়ে এখনই ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র আগ্রহ।
চাইলেই মোবাইল ফোন থেকে সরাসরি উপভোগ করতে পারবেন এই জমকালো আয়োজন।
বুড়িগঙ্গা.নিউজ