ঢাকা | বঙ্গাব্দ

কেরানীগঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 16, 2025 ইং
কেরানীগঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত ছবির ক্যাপশন: কেরানীগঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
ad728

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৫ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটির সূচনা হয় দিনের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ কেরানীগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক, মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মো. সাহাবুদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) আফতাব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাজস্ব সার্কেল (মডেল) জান্নাতুল মাওয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : বুড়িগঙ্গা.নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানোর দাবি মাহবুবুর রহমান স্

শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানোর দাবি মাহবুবুর রহমান স্