ঢাকা | বঙ্গাব্দ

দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান ছবির ক্যাপশন: দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান
ad728

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক কারণে দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত থাকায় মেয়াদ শেষ হওয়ার পর তারেক রহমান আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। ফলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ফিরতে তাকে ট্রাভেল পাস নিয়েই দেশে আসতে হচ্ছে।

এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের পক্ষে রেল মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। তাকে সম্বর্ধনা জানাতে সারাদেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও ছাত্র-জনতা ঢাকায় আসবেন। তাদের যাতায়াতের সুবিধার্থে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভ করতে আগ্রহ প্রকাশ করেছে দলটি। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটে একটি করে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, ১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। সেদিন বেলা ১১টা ৫৫ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে কাজ করছে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন,
“তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।”


নিউজটি পোস্ট করেছেন : বুড়িগঙ্গা.নিউজ

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন