ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 14, 2025 ইং
নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
ad728

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় বালু বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, সকালে চাঁদপুরগামী ‘বোগদাদিয়া-১৩’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ‘জান্নাতি’ নামের বালু ভর্তি বাল্কহেডের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে লঞ্চটি বাল্কহেডের ওপর উঠে যায়।

তিনি আরও জানান, পরে লঞ্চটি পেছনের দিকে সরিয়ে নেওয়া হলে বাল্কহেডটি দ্রুত পানিতে ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা চালকসহ পাঁচজন শ্রমিক নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠে নিরাপদে চলে আসেন।

নৌ পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত লঞ্চটিকে আটক করা হয়েছে। তবে বালু বোঝাই বাল্কহেডটি সম্পূর্ণ ডুবে যাওয়ায় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বুড়িগঙ্গা.নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প নিহত ৩

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প নিহত ৩