ঢাকা | বঙ্গাব্দ

এভারকেয়ার হাসপাতালে নেয়া হলো ওসমান হাদিকে

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
এভারকেয়ার হাসপাতালে নেয়া হলো ওসমান হাদিকে ছবির ক্যাপশন: এভারকেয়ার হাসপাতালে নেয়া হলো ওসমান হাদি
ad728

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে প্রথমে ঢামেকের জরুরি বিভাগে নেয়া হয়েছিল।

সন্ধ্যায় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, অস্ত্রোপচারের সময় হাদির মাথার ভেতর কোনো গুলি পাওয়া যায়নি। সার্জনদের ধারণা, গুলিটি মাথা ভেদ করে বের হয়ে গেছে।

এর আগে জুমার নামাজ শেষে পল্টনের বিজয়নগর কালভার্ট এলাকার কাছে রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানান তার সঙ্গে থাকা মিসবাহ। হামলার পরই তাকে রিকশাযোগে হাসপাতালে নেয়া হয়।

এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভও অনুষ্ঠিত হচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা।

এদিকে ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও বিস্তৃত তদন্ত চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : বুড়িগঙ্গা.নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন