ঢাকা | বঙ্গাব্দ

ভিন্নমত প্রকাশের জন্য আর কেউ আবরারের মতো আর কেউ নীপিড়নের শিকার হবে না: তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
ভিন্নমত প্রকাশের জন্য আর কেউ আবরারের মতো আর কেউ নীপিড়নের শিকার হবে না: তারেক রহমান ছবির ক্যাপশন: ভিন্নমত প্রকাশের জন্য আর কেউ আবরারের মতো আর কেউ নীপিড়নের শিকার হবে না: তারেক রহমান
ad728

ভিন্নমত প্রকাশের কারণে আবরার ফাহাদ বা শহীদুল আলমের মতো আর কেউ নিপীড়নের শিকার হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই। ভিন্নমতের প্রতি সম্মান রেখে সকল নাগরিকের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

বিএনপির বিভিন্ন সেক্টরে অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চান তারা। শিক্ষিত ও স্বাবলম্বী মায়ের হাত ধরেই শক্তিশালী জাতি গড়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি।

মেগা প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, “বিএনপি মেগা প্রকল্পে যাবে না; কারণ মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।” নতুন প্রকল্পের বদলে বিদ্যমান আইটি পার্কগুলো আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে মানসিক বিপ্লব প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, শিশুদের মূল্যবোধ শেখানো এবং যুব সমাজকে ভালো কাজে সম্পৃক্ত করাই হবে মূল লক্ষ্য। তার দাবি, বিএনপির দেশ গড়ার পরিকল্পনার ৪০ শতাংশ বাস্তবায়িত হলে দেশের ভাগ্য বদলে যাবে।

আগামী নির্বাচনকে জনগণের রায়ের প্রতিফলন দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, “মানুষ জানতে চায়, ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো দেশের জন্য কী করবে।” তাই ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন—ইতিহাস বলছে, সংকট থেকে দেশকে বহুবার রক্ষা করেছে বিএনপি, এবারও তা করবে জনগণকে সঙ্গে নিয়ে।


নিউজটি পোস্ট করেছেন : বুড়িগঙ্গা.নিউজ

কমেন্ট বক্স
মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল

মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল