নিজস্ব সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে সেই তালিকায় নেই দলটির বেশ কয়েকজন হেভিওয়েট ও সিনিয়র নেতার নাম।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকায় স্থান পাননি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
এছাড়াও নেই যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, মোয়াজ্জেম হোসেন আলাল ও আমিনুর রশীদ ইয়াসিন।
একইভাবে আলোচনায় থাকা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য রুমিন ফারহানাকেও দেখা যায়নি প্রার্থী তালিকায়।
দলের একটি সূত্র জানায়, বিএনপির স্থায়ী সিদ্ধান্ত অনুযায়ী এক পরিবার থেকে একাধিক প্রার্থী মনোনয়ন না দেওয়ার নীতি এবারও বজায় রাখা হয়েছে।
এ কারণেই বাদ পড়েছেন কয়েকজন প্রভাবশালী নেতার পরিবারের সদস্যরাও—
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ,
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস,
এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
সূত্রটি আরও জানায়, বিএনপি নেতৃত্ব চাইছে, এবার প্রার্থী মনোনয়নে নতুন ও তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিতে এবং দলীয় অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করতে।
 
                                         
                            
 
বুড়িগঙ্গা.নিউজ