ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীর তানোরে ৩০-৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া সেই শিশু এখনো উদ্ধার হয়নি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
রাজশাহীর তানোরে ৩০-৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া সেই শিশু এখনো উদ্ধার হয়নি ছবির ক্যাপশন: রাজশাহীর তানোরে ৩০-৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া সেই শিশু এখনো উদ্ধার হয়নি
ad728

রাজশাহীর তানোরে ৩০–৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। টানা ৯ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। শিশুটি যেন বেঁচে থাকে, সেজন্য গর্তে অক্সিজেন সরবরাহ অব্যাহত রয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাজিদ ওই গ্রামের রাকিবের ছেলে।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে এসে দেখেন—স্থানীয় লোকজন চেষ্টা করতে গিয়ে গর্তের ভেতরে কিছু মাটি ফেলে পরিস্থিতি আরও জটিল করে ফেলেছেন। বিকেল চারটা পর্যন্ত শিশুটির সাড়া পাওয়া যাচ্ছিল, তবে মানুষের ভিড় ও হট্টগোলে সাড়া মিলছে না বলে জানান তিনি।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। শিশুটিকে অক্ষত অবস্থায় ফেরাতে সব ধরনের প্রচেষ্টা চলছে। বিকেল সাড়ে পাঁচটা থেকে প্রধান গর্তের পাশেই এক্সকাভেটর দিয়ে আরেকটি গর্ত খোঁড়া শুরু হয়। রাত পৌনে আটটা পর্যন্ত ১০–১২ ফুট পর্যন্ত খোঁড়া হয়েছে। মাটি অপসারণে দুটি ট্রাক্টরও ব্যবহার করা হচ্ছে। এই খনন শেষ হতে আরও কয়েক ঘণ্টা লাগবে বলে ধারণা করছে উদ্ধারকারী দল।

শিশুটির মা রুনা খাতুন জানান, দুপুর একটার দিকে ছোট সন্তানকে কোলে নিয়ে তিনি সাজিদের হাত ধরে বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন। হঠাৎ ছেলে ‘মা’ বলে ডাক দিলে তিনি পেছনে তাকান—দেখেন, শিশুটি খড় দিয়ে ঢাকা একটি গর্তে পড়ে গেছে। গর্তটি তিনি বা তাঁর ছেলে—কেউই বুঝতে পারেননি।

তানোর থানার ওসি শাহীনুজ্জামান বলেন, বাড়ির পাশের পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের টেস্ট বোরিং গর্তটিতে অসাবধানতাবশত পড়ে যায় সাজিদ। ঘটনার পর থেকেই শিশুটিকে জীবিত উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।


নিউজটি পোস্ট করেছেন : বুড়িগঙ্গা.নিউজ

কমেন্ট বক্স