ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা জেলা প্রশাসকের কেরানীগঞ্জ উপজেলা পরিদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 7, 2025 ইং
ঢাকা জেলা প্রশাসকের কেরানীগঞ্জ উপজেলা পরিদর্শন ছবির ক্যাপশন: ঢাকা জেলা প্রশাসকের কেরানীগঞ্জ উপজেলা পরিদর্শন
ad728

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম। তিনি বলেন, সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করতে গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময় অপরিহার্য। এতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন গতি পায় এবং জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়।

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যাবলি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা প্রকৌশলী আরিফুল রহমান, কৃষি কর্মকর্তা মহুয়া মুনমুন, প্রাণিসম্পদ কর্মকর্তা সাত্তার বেগসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের প্রশাসক, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরাও সভায় অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেন : বুড়িগঙ্গা.নিউজ

কমেন্ট বক্স
নিউইয়র্কে নিলামে উঠছে ১৮ ক্যারেট স্বর্ণের টয়লেট ‘আমেরিকা’

নিউইয়র্কে নিলামে উঠছে ১৮ ক্যারেট স্বর্ণের টয়লেট ‘আমেরিকা’