ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর (সোমবার)।
মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি, ২০২৬ (রোববার) পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল করার শেষ সময় ১১ জানুয়ারি, ২০২৬, এবং ১২–১৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি, ২০২৬।
রিটার্নিং কর্মকর্তারা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন। এরপর ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে নির্বাচনি প্রচার-প্রচারণা।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) নির্বাচন ও গণভোট উপলক্ষে সিইসির ভাষণ রেকর্ড করা হয়।
তফসিল ঘোষণাকে সামনে রেখে বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার করা হয়। ইসি ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি এবং প্রবেশপথে কড়া তল্লাশির ব্যবস্থা নেওয়া হয়।
বুড়িগঙ্গা.নিউজ