কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ধানমন্ডি থানার আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কাজী জাহিদুল আলম শাওনকে রাজধানীর পাশে কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী এলাকা থেকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কালিন্দী এলাকা থেকে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম।
জানা গেছে, গ্রেফতারকৃত জাহিদুল আলম তথ্য, যোগাযোগ ও সম্প্রচার বিষয়ক প্রতিমন্ত্রী মো. এ. আরাফাতের একান্ত সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এ বিষয়ে ওসি এম সাইফুল আলম বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত জানানো যাচ্ছে না।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
বুড়িগঙ্গা.নিউজ